
Channel IR ডেস্ক রিপোর্ট
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন।
এর আগে দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। তবে বিকেলেই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে সন্ধ্যায় চেম্বার আদালত তা মঞ্জুর করেন।
আদালতে চিন্ময়ের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং আব্দুল জব্বার ভূঁইয়া।
প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।
এরপর ২২ নভেম্বর রংপুরে আরও একটি সমাবেশের নেতৃত্ব দেন চিন্ময়। ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
চিন্ময় গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
গত ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন খারিজ করেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়, যার আদেশ আজ চেম্বার আদালতে স্থগিত হলো।
Channel IR ডেস্ক