আজ বৃহস্পতিবার ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ভারতের উপর যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক, একে ‘অন্যায্য, অযৌক্তিক’ বলছে ভারত


📰 Channel IR ডেস্ক রিপোর্ট
📅 তারিখ: ৬ আগস্ট ২০২৫ |
📍 ঢাকা/নয়াদিল্লি/ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ৫০ শতাংশ পর্যন্ত শুল্ককে ‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। রাশিয়া থেকে তেল আমদানি করায় শাস্তিমূলকভাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করায় এই ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, “রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। আমরা আগেই পরিষ্কার করেছি, ভারতের আমদানি নীতিমালা বাজারভিত্তিক এবং ১৪০ কোটিরও বেশি জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত। এই অবস্থায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

মন্ত্রণালয় আরও জানায়, ‘‘জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে বলেন, “ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে। তাই ভারতীয় পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।”

এই নতুন শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের মোট শুল্ক দাঁড়াবে ৫০ শতাংশ, যা চীনের ওপর আরোপিত শুল্কের চেয়েও ২০% এবং পাকিস্তানের তুলনায় ২১% বেশি।

তবে স্টিল, অ্যালুমিনিয়াম ও ওষুধসহ কিছু সংবেদনশীল খাত এ শুল্ক থেকে আপাতত মুক্ত থাকছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া-ভারত সম্পর্ক এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ভারতের অবস্থানকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত এসেছে, যার কূটনৈতিক প্রভাব ভবিষ্যতে আরও গভীর হতে পারে।

📍 সূত্র: NDTV, AFP
✍️ প্রতিবেদন: Channel IR ডেস্ক


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *