
Channel IR ডেস্ক রিপোর্ট
তারিখ: ১২ মে, ২০২৫
“যুদ্ধ কোনো বলিউড মুভি নয়”: ভারতের সাবেক সেনাপ্রধানের হুঁশিয়ারি
ডেস্ক রিপোর্ট | Channel IR
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে যেসব ভারতীয় নাগরিক অসন্তোষ প্রকাশ করছেন, তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মনোজ নারাভানে। সোমবার পুনে জেলার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যুদ্ধ রোমান্টিক কোনো ব্যাপার নয়, এটি বলিউডের কোনো সিনেমাও নয়।”
নারাভানে বলেন, সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন, তারা সারাক্ষণ ভয়, আতঙ্ক এবং ট্রমার মধ্যে থাকেন। যুদ্ধের ফলে যেসব পরিবার তাদের স্বজন হারায়, সেই বেদনার প্রভাব শুধু ওই প্রজন্মে নয়, বরং পরবর্তী প্রজন্ম পর্যন্ত থাকে। তিনি মনোবিজ্ঞানের একটি টার্ম ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ বা পিএসটিডির কথা উল্লেখ করে বলেন, যুদ্ধ প্রত্যক্ষ করা মানুষদের মাঝে এই মানসিক ট্রমা ২০ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
নিজের অবস্থান পরিষ্কার করে নারাভানে বলেন, “সরকার যদি নির্দেশ দেয়, তাহলে এখনও আমি যুদ্ধে যেতে প্রস্তুত। তবে ব্যক্তিগতভাবে আমি সবসময় কূটনীতিকে অগ্রাধিকার দেই।” তিনি আরও বলেন, “যুদ্ধ সর্বশেষ পন্থা হওয়া উচিত, যখন সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাও উদ্ধৃত করে তিনি বলেন, “এখন যুদ্ধের সময় নয়।”
সাবেক সেনাপ্রধানের মতে, কিছু নির্বোধ মানুষ যুদ্ধে উস্কানি দিচ্ছে, কিন্তু সেটি নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন কেন আমরা পূর্ণাঙ্গ যুদ্ধে যাইনি। আমি বলছি, নির্দেশ এলে সৈনিক হিসেবে আমি যুদ্ধে যাব, তবে তা আমার প্রথম পছন্দ নয়। প্রথম পছন্দ হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান। কূটনীতি শুধু রাষ্ট্রীয় নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও প্রয়োগযোগ্য।”
সূত্র: NDTV World
Channel IR ডেস্ক