
Channel IR ডেস্ক রিপোর্ট
মানবতার পক্ষে এক মঞ্চে পুরো বাংলাদেশ!
আজকের দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের প্রতিটি প্রান্ত থেকে লাখো মানুষ একত্রিত হয়েছে মানবতার আহবানে সাড়া দিয়ে। ঢাকার কেন্দ্রস্থলে জমায়েত হয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ—ছোট থেকে বড়, শহর থেকে গ্রাম—সবাই আজ এক কণ্ঠে বলেছে, “আমরা মানবতার পক্ষে।”
এ যেন হৃদয় ছুঁয়ে যাওয়া এক মানবিক জাগরণ। কারও চোখে জল, কারও হাতে ব্যানার—তাতে লেখা, “নির্যাতিতদের পাশে বাংলাদেশ”।
এই ঐক্য, এই সহমর্মিতা, এই মানবিক চেতনা আমাদের জাতি হিসেবে আরও শক্তিশালী করে তোলে। আজকের এই মিলনমেলা শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং এটি একটি দৃঢ় বার্তা—বাংলাদেশ মানবতার পাশে, সব সময়।
Channel IR, ঢাকা।