আজ বুধবার ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্য গাযার দেইর আল-বালাহ’তে এক সপ্তাহ বয়সী নবজাতককে হত্যা করেছে ইসরাইল


Channel IR | ডেস্ক রিপোর্ট
তারিখ: ২১ মে ২০২৫

মধ্য গাযার দেইর আল-বালাহ’তে এক সপ্তাহ বয়সী নবজাতককে হত্যা করেছে ইসরাইল

গাযা, ফিলিস্তিন:
ইসরাইলি বিমান হামলায় মধ্য গাযার দেইর আল-বালাহ এলাকায় একটি তাবুতে থাকা এক সপ্তাহ বয়সী এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি অস্থায়ী তাবুতে ঘুমিয়ে ছিল।

স্থানীয় সূত্র জানিয়েছে, পরিবারটি নিজেদের বাড়িঘর হারিয়ে শরণার্থী হিসেবে তাবুতে আশ্রয় নিয়েছিল। কোনও সামরিক লক্ষ্যবস্তু না থাকলেও ইসরাইলি ড্রোন ও বিমান থেকে চালানো এই হামলায় তাবুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

হামলায় শিশুটির মা-বাবাও গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাযার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

উল্লেখ্য, চলমান আগ্রাসনে গাযা উপত্যকায় এ পর্যন্ত হাজার হাজার শিশুর প্রাণ গেছে। দেইর আল-বালাহ’র এই ঘটনাটি ইসরাইলি দখলদার বাহিনীর নিষ্ঠুরতার আরেকটি মর্মান্তিক উদাহরণ।

Channel IR ডেস্ক রিপোর্ট | গাযা থেকে
[শেষ]


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *