আজ বৃহস্পতিবার ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে উত্তরপ্রদেশে দরগায় উঠে গেরুয়া পতাকা উত্তোলন ও জয় শ্রীরাম স্লোগান দিল হিন্দুত্ববাদীরা

ভারতের উত্তরপ্রদেশে হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমী চলাকালীন সময়ে একটি দরগায় তাণ্ডব চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। মাসুদ গাজীর দরগাহ নামে পরিচিত এই সমাধির উপরে উঠে উড়ানো হয়েছে হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা। সেই সঙ্গে দেওয়া হয়েছে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক স্লোগান।

গত ৬ এপ্রিল এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজ জেলার গঙ্গানগর অঞ্চলের সিকান্দরা এলাকায় ঘটনাটি ঘটেছে।

গঙ্গানগর অঞ্চলের ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ সিং গুনাওয়াত জানিয়েছে, ঘটনার সময় তিনজন ব্যক্তি দরগার গম্বুজে উঠে পড়ে। তাদের সাথে অন্যরা নিচে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। পরে সবাই বাইকে করে চলে যায়।

তিনি আরও জানায়, ‘হিন্দুদের ধর্মীয় উৎসব রামনবমীর একটি মিছিল চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতকারী দরগায় উঠে গিয়ে জয় শ্রী রাম ধ্বনি দেয় এবং গেরুয়া পতাকা উড়ায়। এসময় ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা এই ঘটনা থামাতে ব্যর্থ হয়।

উল্লেখ্য, এই হামলার নেতৃত্বে ছিল মহেন্দ্র প্রতাপ সিং নামের এক উগ্র হিন্দুত্ববাদী। সে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা।


তথ্যসূত্র:
1. Men Carrying Saffron Flags Climb UP Dargah, Raise Slogans: Cops
– https://tinyurl.com/4ptuwx7n

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *