আজ রবিবার ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির চাঁদাবাজির টাকার কমিশন ভারত থেকে ভোগ করছেন আওয়ামী নেতারা


Channel IR ডেস্ক রিপোর্ট
তথ্য-সূত্র: – সাইফুর রহমান সাগর

“বিএনপির চাঁদাবাজির টাকার কমিশন ভারত থেকে ভোগ করছেন আওয়ামী নেতারা!”

ভয়াবহ এক তথ্য উঠে এসেছে কলকাতা থেকে। একজন স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার বিভিন্ন এলাকায় বসবাস করছেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা—বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা। এদের অনেকে সেখানে আরাম-আয়েশ ও বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে গেছেন।

তথ্যদাতা, যিনি নিজেও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন, অর্থনৈতিকভাবে সচ্ছল না হলেও অন্যদের এই ফুর্তিময় জীবন দেখে বিস্মিত হয়েছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে ভারতে।

বিশেষ করে সাভার এলাকার একাধিক নেতার নাম, সম্পদের তথ্যসহ উল্লেখ করেছেন তিনি, তবে নিরাপত্তাজনিত কারণে নামগুলো প্রকাশ করা হয়নি।

চমকপ্রদ তথ্য হলো—তথ্যদাতার ভাষ্যমতে, বর্তমানে বিএনপি ঘরানার একটি প্রভাবশালী অংশ গার্মেন্টসের ঝুট ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ আয় করছে। অথচ সেই টাকার একটি অংশ কমিশন হিসেবে ভাগ পাচ্ছেন ভারতভিত্তিক অবস্থানরত আওয়ামী লীগ নেতারা!

আশুলিয়া ও সাভারের এলাকায় আগে যারা নিয়ন্ত্রণে ছিলেন, এখন তাদের জায়গায় বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে, তবে উভয় পক্ষই চুক্তিভিত্তিক সুবিধা নিচ্ছেন বলেই অভিযোগ।

তথ্যসূত্র অনুযায়ী, কলকাতায় প্রতিদিনই পাচার হচ্ছে কোটি টাকারও বেশি। দেশ থেকে বেরিয়ে গেলেও এই নেতারা আগের মতোই প্রভাবশালী ও সক্রিয় রয়েছেন নানা কার্যক্রমে।

এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের প্রশ্ন—এই অর্থ কোথা থেকে আসে, কাদের ছত্রছায়ায় এত বড় অর্থ পাচার সম্ভব হচ্ছে? এবং এর পেছনে জড়িতদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *