
Channel IR ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে চিকিৎসা নিতে আসছেন আহত ফিলিস্তিনিরা, প্রথম দফায় আসছেন নিরা!
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত হাজারো প্রাণ। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হওয়া অনেক ফিলিস্তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। এই হৃদয়বিদারক পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ।
সরকারি ব্যবস্থাপনায় গুরুতর আহত ফিলিস্তিনিদের একটি দলকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় ঢাকায় আসছেন ‘নিরা’ নামের এক তরুণী, যিনি হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন।
বাংলাদেশ প্রস্তুত— নিরার চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক মহলে প্রশংসা— বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে বিশ্বজুড়ে মানবিক সহানুভূতির অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ব্যক্তিত্ব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার বার্তা:
“বাংলাদেশ সবসময় নির্যাতিত ও বিপন্ন মানুষের পাশে থাকবে। ফিলিস্তিনের ভাই-বোনদের এই দুঃসময়ে আমরা নিরব থাকব না।”
ফিলিস্তিনিদের মুখে এখন একটাই কথা—
“বাংলাদেশ, তোমাদের ভালোবাসা কখনও ভুলব না।”