আজ শুক্রবার ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের প্রথম ঈদেও মুক্ত বাতাসে নেই অগণিত মজলুম কারাবন্দী।

ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের প্রথম ঈদেও মুক্ত বাতাসে নেই অগণিত মজলুম কারাবন্দী

Channel IR ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের জনগণ এক ফ্যাসিস্টমুক্ত নতুন যুগে প্রবেশ করলেও, এখনো বহু নিরপরাধ মানুষ কারাগারের অন্ধকারে দিন কাটাচ্ছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ফারাবীসহ অসংখ্য মজলুম বন্দী, যাঁরা অন্যায়ভাবে আটক রয়েছেন।

দেশের স্বৈরাচারী শাসনের অবসানের পর সাধারণ মানুষ মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিলেও, রাজনৈতিক ও আদর্শিক কারণে কারাবন্দী ব্যক্তিরা এখনো মুক্তি পাননি। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতার দাবিদারদের বন্দিত্ব সমাজে ন্যায়বিচারের সংকটকে আরও প্রকট করে তুলেছে।

মানবাধিকার সংস্থাগুলো এই ঈদে কারাবন্দীদের মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এখনো এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

বাংলাদেশের নতুন নেতৃত্ব কি সত্যিই ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে, নাকি আগের দুঃশাসনের রেশ টিকে থাকবে—এ প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *