আজ বুধবার ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব হিরানে আশ-শাবাবের প্রতিরোধে পিছু হটলো মোগাদিশু বাহিনী, ৭৩৪ সৈন্য হতাহত

Channel IR | ডেস্ক রিপোর্ট
তারিখ: ২৪ মে ২০২৫

পূর্ব হিরানে আশ-শাবাবের প্রতিরোধে পিছু হটলো মোগাদিশু বাহিনী, ৭৩৪ সৈন্য হতাহত

সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যে টানা পাঁচ দিন ধরে চলা তীব্র লড়াই শেষে পশ্চিমা-সমর্থিত মোগাদিশু বাহিনী অবশেষে পিছু হটতে বাধ্য হয়েছে। ১৭ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলা এই সংঘাতে আশ-শাবাব প্রতিরোধ বাহিনীর সশস্ত্র আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ৭৩৪ জন সৈন্য হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে শাহাদাহ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রথম দু’দিন—১৭ ও ১৮ মে—মোকোকোরি জেলার উপকণ্ঠে অবস্থিত দুটি এলাকায় সংঘটিত যুদ্ধে আশ-শাবাব যোদ্ধারা মোগাদিশু বাহিনীর ১৪৩ জন সৈন্যকে হত্যা ও ২৪১ জনকে আহত করে।

এরপর তৃতীয় দিনে, অর্থাৎ ১৯ মে, সংঘর্ষ আরও তীব্রতর হয়। ঐদিনের যুদ্ধে ৫৬ জন মোগাদিশু সৈন্য নিহত ও ৬৭ জন আহত হয়।

২০ মে, চতুর্থ দিনের লড়াই শুরু হয় ভোরে আইল-হারিরি এলাকায়। দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে মোগাদিশু বাহিনীর আরও ১৯০ জন সেনা হতাহত হয় আশ-শাবাবের তীব্র হামলায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ২১ মে, যখন পঞ্চম দিনের মতো শুরু হওয়া লড়াইয়ে মোগাদিশু বাহিনী ভোরের দিকেই মনোবল হারিয়ে ফেলে এবং দুপুরের আগেই এলাকা ছেড়ে পিছু হটে। তবে ততক্ষণে আশ-শাবাবের অভিযানে মোগাদিশু বাহিনীর আরও কয়েক ডজন সৈন্য হতাহত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেদিন কমপক্ষে ৩ জন সৈন্য নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

সবচেয়ে বড় ধাক্কা আসে মোগাদিশু বাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডার হুজালের মৃত্যুর মাধ্যমে। ২১ মে তার শেষকৃত্যে যোগ দিতে গিয়ে মধ্য শাবেলি রাজ্যের উপ-প্রধানমন্ত্রী ইউসুফ দাবা-গেদ সাংবাদিকদের বলেন, “এই যুদ্ধে প্রতিদিনই আমাদের সৈন্য মরছে, কিন্তু আমরা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারছি না।” বক্তব্য দেয়ার সময় তিনি চোখের জল ধরে রাখতে পারেননি।

এতসবের পরও প্রতিরোধ বাহিনী আশ-শাবাব পূর্ব হিরানে তাদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। অঞ্চলটিতে মোগাদিশু বাহিনীর পিছু হটা স্পষ্টতই তাদের জন্য একটি কৌশলগত পরাজয়।

Channel IR | ডেস্ক
আরও আপডেটের জন্য যুক্ত থাকুন আমাদের সঙ্গে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *