
📰 Channel IR ডেস্ক রিপোর্ট
পটুয়াখালীতে ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে লবণ বিতরণ
পটুয়াখালী জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কোরবানিকৃত পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ বছর পটুয়াখালী বিসিকের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ মোট ৪৭ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছে। কোরবানির পর পশুর চামড়া দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকতে এবং জাতীয় সম্পদ সঠিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, “চামড়া একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি যেন নষ্ট না হয়, সে জন্য সরকারিভাবে মাদ্রাসা ও এতিমখানাগুলোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই দেশের প্রতিটি চামড়া সঠিকভাবে সংরক্ষিত হোক এবং এর যথাযথ মূল্য পাওয়া যাক।”
এদিকে বিনামূল্যে লবণ পেয়ে খুশি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও সংশ্লিষ্টরা। একাধিক মাদ্রাসা প্রধান জানান, কোরবানির সময় লবণ সংকটের কারণে চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হতো না। ফলে চামড়া স্থানীয় আড়তে নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হতেন। এবার সরকারি লবণ সহায়তা পেয়ে মাদ্রাসাগুলো নিজেরাই চামড়া সংরক্ষণ করে সঠিক দামে বিক্রি করতে পারবে বলে আশা করছেন তারা।
📌 প্রতিবেদন
মুহাম্মাদ এমাদুল ইসলাম
পটুয়াখালী প্রতিনিধি
Channel IR ডেস্ক