আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নিজের দেশের মাটিতে বিমান হামলা, আইএএফের ‘অসাবধানতা’ নাকি নিরাপত্তা সংকেত?

Channel IR ডেস্ক রিপোর্ট
নিজের দেশের মাটিতে বিমান হামলা, আইএএফের ‘অসাবধানতা’ নাকি নিরাপত্তা সংকেত?

ডেস্ক রিপোর্ট | Channel IR

ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এক অভূতপূর্ব ও অস্বস্তিকর ঘটনা। ভারতীয় বিমানবাহিনী (IAF) নিজ দেশের ভূখণ্ডেই বিমান হামলার মতো এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) শিবপুরী জেলার মনোজ সাগরের বাড়িতে আছড়ে পড়ে একটি ভারী ধাতব বস্তু। এতে বাড়ির দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, যদিও অলৌকিকভাবে প্রাণহানি হয়নি।

ঘটনার পর তাৎক্ষণিক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী দাবি করেছে, একটি ‘অ-বিস্ফোরক বায়বীয় স্টোর’ অসাবধানতাবশত বিমান থেকে পড়ে যায়। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে আইএএফ। একই সঙ্গে, বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়েছে।

শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর নিশ্চিত করেছেন, দুর্ঘটনার সময় বাড়িতে থাকা চারজনই অক্ষত রয়েছেন। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা বলেন, “বস্তুটি অত্যন্ত শক্ত এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।” ইতোমধ্যে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করেছে প্রশাসন।

বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ—আকাশপথে নিরাপত্তা ব্যবস্থাই যদি নিশ্চিত না থাকে, তবে কি বিপদ আরও বাড়বে?

Channel IR থাকবে তদন্তের ফলাফলের অপেক্ষায়, চোখ রাখুন আমাদের সাথেই।

প্রতিবেদন: Channel IR ডেস্ক রিপোর্ট

সূত্র: এনডিটিভি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *