
Channel IR | ডেস্ক রিপোর্ট
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি, ১০ দিনেও সন্ধান মেলেনি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী মায়ানমার সীমান্ত এলাকা থেকে মুফিজুর রহমান (২৭) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি।
ঘটনাটি ঘটে ১০ এপ্রিল। অপহরণের পর দীর্ঘ ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। এতে করে সীমান্তবর্তী গ্রামগুলিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মুফিজুর রহমান ফুলতলী সীমান্তে নিজের কাজের জন্য গেলে সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। পরিবারের সদস্যরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার অভিযোগ জানালেও এখনো তাকে উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকায় আরাকান আর্মির তৎপরতা দিন দিন বেড়ে চলেছে। এ কারণে সীমান্তবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। তারা দ্রুত মুফিজুর রহমানের সন্ধান ও মুক্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি, ঘুমধুমসহ সীমান্ত এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। এর আগেও একাধিকবার বাংলাদেশের অভ্যন্তরে গোলাগুলি ও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
Channel IR | ডেস্ক রিপোর্ট
সত্যের পক্ষে, মানবতার পাশে।