
Channel IR ডেস্ক রিপোর্ট
তারিখ: ২১ এপ্রিল ২০২৫
দিনাজপুরে নওমুসলিম সুলাইমান ইসলাম নিখোঁজ – পরিবার ও ইসকন সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্যাতন ও গুমের অভিযোগ
দিনাজপুরের কাহারোল উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার সূত্রপাত হয়েছে। সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী নওমুসলিম মোঃ সুলাইমান ইসলাম নিখোঁজ রয়েছেন—এবং তার পরিবার ও ইসকন সংশ্লিষ্ট সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে সরাসরি নির্যাতন ও গুমের অভিযোগ উঠেছে।
এই বিষয়ে সরাসরি আনিসুর রহমান তালুকদার Channel IR-কে জানান, সুলাইমান ইসলাম নামের ওই যুবক কিছুদিন আগে শান্তিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করেন। কিন্তু এরপর থেকেই তার ওপর চাপ, হুমকি ও শারীরিক নির্যাতন চলতে থাকে নিজের পরিবারের সদস্য ও স্থানীয় ইসকন কর্মীদের হাতে।
বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এখন একটি ভয়ানক ষড়যন্ত্র চলমান রয়েছে—সুলাইমান ইসলামকে বর্ডার ক্রস করে প্রতিবেশী দেশে পাচার করে দেয়ার পরিকল্পনা চলছে। এই খবর একেবারেই হালকাভাবে নেয়ার নয়।
আনিসুর রহমান তালুকদার বলেন, “এটা রেন্ডিয়া বা হিজরাইল না—এটা বাংলাদেশ, এটা তৌহিদি জনতার দেশ। এখানে একজন মুসলিমের ওপর এমন বর্বর আচরণ মেনে নেয়া হবে না।”
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন—অবিলম্বে সুলাইমান ইসলামের সন্ধান নিশ্চিত করতে হবে এবং এই ষড়যন্ত্রের পেছনে থাকা চক্রকে আইনের আওতায় আনতে হবে।
Channel IR এর পক্ষ থেকে আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, মানবাধিকার সংগঠন ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এই বিষয়ে দ্রুত তদন্ত ও পদক্ষেপ গ্রহণ করা হোক।
Channel IR ডেস্ক
মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে আপডেট জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে।