
Channel IR ডেস্ক রিপোর্ট
দখলদার বাহিনীর ভুয়া এনকাউন্টার, জম্মু ও কাশ্মীরে দুই কাশ্মীরি যুবক নিহত
ডেস্ক রিপোর্ট | চ্যানেল IR
তারিখ: ২৩ এপ্রিল ২০২৫
অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের ধারাবাহিক অংশ হিসেবে ফের রক্ত ঝরাল ভারতীয় দখলদার বাহিনী। এবার ‘ভুয়া এনকাউন্টার’-এর নামে হত্যা করা হলো দুই কাশ্মীরি যুবককে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) বারমুলা জেলার সারভিনা ইউরি নালা এলাকায় ভারতীয় বাহিনী এক সহিংস তল্লাশি অভিযান পরিচালনা করে। ‘অপারেশন টিক্কা’ নাম দিয়ে চালানো এই অভিযানে দুই নিরীহ যুবককে গুলি করে হত্যা করা হয়।
এই অভিযানে সেনা মোতায়েনের মাধ্যমে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং স্থানীয়দের চলাচল ও যোগাযোগ সীমিত করে রাখা হয়।
স্থানীয়রা একে ‘ভুয়া এনকাউন্টার’ হিসেবে বর্ণনা করে বলছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার উদ্দেশ্য কাশ্মিরিদের ভয়ভীতি ও নিয়ন্ত্রণে রাখা।
চ্যানেল IR-এর পর্যবেক্ষণ:
জম্মু ও কাশ্মীরে দখলদার বাহিনীর এমন অভিযান নতুন নয়, বরং এটি একটি নিয়মিত দমননীতির অংশ। আন্তর্জাতিক মহলের নীরবতা ও ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতদুষ্টতা এসব অপরাধকে আরও উৎসাহিত করছে।