আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তালেবান শাসনামলে আফগানে ঔষধ উৎপাদন বেড়ে ৯০০ প্রকারে পৌঁছেছে

আফগানিস্তানের বিভিন্ন ওষুধ কারখানায় ৯০০ ধরনের ওষুধ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন আফগান ওষুধ কারখানা ইউনিয়নের কর্মকর্তাগণ। এর মধ্যে প্রায় ১০০ ধরনের ওষুধ তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে ইমারতে ইসলামিয়া।

বিগত আগস্ট, ২০২৪ মাসে ইমারতে ইসলামিয়ার খাদ্য ও ওষুধ বিভাগের দেয়া এক তথ্যানুযায়ী, তৎকালীন সময় আফগানিস্তানে উৎপাদিত ওষুধের প্রকার ছিল ৬৫০টি। এই সংখ্যা বর্তমানে ৯০০তে উন্নীত হয়েছে। অর্থাৎ এক বছরেরও কম সময়ে আফগান ওষুধ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

ওষুধ শিল্পের উন্নয়ন ইমারতে ইসলামিয়ার অগ্রাধিকারপূর্ণ খাতসমূহের একটি বলে উল্লেখ করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। কর্মকর্তাগণ জানান, এই খাতে স্বনির্ভরতা অর্জনের সমর্থনে কারখানা মালিকদের সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছেন।

অর্থনীতি বিষয়ক উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি হাফিযাহুল্লাহ বলেন, ইমারতে ইসলামিয়ার লক্ষ্য হল রপ্তানি বাড়ানো, তাই দেশীয় উৎপাদন বৃদ্ধি করা সরকারের এজেন্ডাসমূহের মধ্যে শীর্ষে রয়েছে।

অপরদিকে এই খাতের উন্নয়নকে আরও জোরদার করতে ইমারতে ইসলামিয়ার সরকারের প্রতি সুপরামর্শ প্রদান করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মকর্তাগণ। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরামর্শ হল বেসরকারি খাতের সাথে সরকারের সমন্বয় বাড়ানো, ওষুধ আমদানি কমিয়ে আনা, বিনিয়োগকারীদের প্রণোদনা প্রদান ইত্যাদি।


তথ্যসূত্র:
1. Afghanistan’s medicine output reaches 900 types: Pharma Union
– https://tinyurl.com/4bvxwzfm
2. Over 100 pharmaceutical manufacturing plants operational in the country
– https://tinyurl.com/2p83avca

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *