
Channel IR ডেস্ক রিপোর্ট
ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো মানুষের বিক্ষোভ, শহীদদের স্মরণে কণ্ঠে ‘ফ্রি প্যালেস্টাইন’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড ও নীতির প্রতিবাদে ১৯ এপ্রিল, শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। ‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভ ছিল মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে ঘিরে আয়োজিত, যার অর্থ—“৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন”।
ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগোসহ বড় শহরগুলোর কেন্দ্রে এবং হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন, গাজা ও ইউক্রেন নীতি, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং জলবায়ু পরিবর্তন বিরোধী অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যতিক্রমী সব পোস্টার:
- “রাজতন্ত্রকে না বলুন”
- “ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন”
- “ঘৃণা কোনো জাতিকে মহান করে না”
- “ফ্রি প্যালেস্টাইন”
বিক্ষোভস্থলে অনেককে দেখা যায় ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং গলায় কেফিয়েহ পরতে। তাঁরা গাজায় শহীদদের স্মরণ করে বলেন—নির্বিচারে ফিলিস্তিনি হত্যার জবাব চাই।
এছাড়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিদেশি শিক্ষার্থীদের গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর চেষ্টা নিয়েও বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করা হয়।
‘৫০৫০১’ আন্দোলনের আয়োজকরা জানিয়েছে, আগামী ১ মে ‘মে দিবসের শক্তি’ নামে যুক্তরাষ্ট্রজুড়ে পরবর্তী বড় কর্মসূচি পালিত হবে।
সূত্র: Newsweek