
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে প্রস্তাব নেতানিয়াহুর!ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে।সে দাবি করে, ট্রাম্প বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তবে প্রশ্ন হলো, এই “স্থিতিশীলতা”র পেছনে কী কী ছিল?* ইরানের বিরুদ্ধে যুদ্ধ* হুথিদের বিরুদ্ধে যুদ্ধ * গাজা যুদ্ধে ইসরায়েলকে অঢেল অস্ত্র সরবরাহ * আন্তর্জাতিক আদালতে দন্ডিত নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত* সকল আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালো* ইউক্রেনে বিপুল অর্থ ও অস্ত্র পাঠানো* চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ* এবং সারা বিশ্বে শুল্ক আরোপএমন যুদ্ধকেন্দ্রিক নীতির মাঝেও ট্রাম্পের শান্তি পুরস্কারের মনোনয়ন, মজাই বটে।