আজ বৃহস্পতিবার ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

টুপির কারণে নৃশংস হত্যা – ভারতের হরিয়ানায় ইসলামবিদ্বেষের রক্তচক্ষু


Channel IR | ডেস্ক রিপোর্ট
টুপির কারণে নৃশংস হত্যা – ভারতের হরিয়ানায় ইসলামবিদ্বেষের রক্তচক্ষু

ডেস্ক রিপোর্ট | ২৬ মে ২০২৫

ভারতের হরিয়ানায় ফের মুসলিম বিদ্বেষের এক ভয়ানক নিদর্শন। বিহারের কিশনগঞ্জ জেলার বাসিন্দা ফিরদৌস আলম, ওরফে আসজাদ বাবু, শুধুমাত্র ইসলামি পরিচয়ের বহিঃপ্রকাশ—মাথায় টুপি পরার কারণে—নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ মে সন্ধ্যায় আসজাদ বাবু তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক হিন্দুত্ববাদী উগ্রপন্থী ব্যক্তি তার মাথায় টুপি দেখে পথ রোধ করে। অপমানজনকভাবে টুপিটি টেনে ফেলে মাটিতে ছুঁড়ে দেয়। টুপিটি কুড়িয়ে নিতে গেলে লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে।

চরম আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে তিনি মারা যান। এই নির্মম হত্যাকাণ্ড মুসলিম সমাজে আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রথমে হিন্দুত্ববাদীদের হুমকির কারণে আসজাদের পরিবার মামলা করতে সাহস পাননি। পরে সাবেক বিধায়ক ও মুসলিম নেতা মুজাহিদ আলমের সহায়তায় পরিবারটি মামলা দায়ের করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ। ইসলামফোবিয়া ও ধর্মীয় বিদ্বেষ যে মাত্রা পেয়েছে, তা ভারতের গণতন্ত্র ও সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে।

Channel IR ডেস্ক | সত্য বলার সাহস


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *