
Channel IR | ডেস্ক রিপোর্ট | ১৯ এপ্রিল ২০২৫
চাঁদা না দেওয়ায় ভাই-ভাতিজার হাতে নির্মম হত্যাকান্ড, নিহত আবেদ আলী
রিপোর্ট:
ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগর পশ্চিম পাড়ায় পারিবারিক বিরোধ ও চাঁদা না দেওয়ায় আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
গতকাল ১৯ এপ্রিল ২০২৫, বিকাল আনুমানিক ৩টায় এ ঘটনা ঘটে। নিহত আবেদ আলী ছাবের আলীর পুত্র। অভিযোগ রয়েছে, তাঁর আপন ভাই ছাবেদ আলী এবং ভাতিজারা—মালেক, আমীরুল, জাবেদ ও আর্শাদুল—একত্রিত হয়ে আবেদ আলীকে একা পেয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

নিহতের ছোট ছেলে জানান, তার বড় ভাই বিদেশে থাকার সুযোগে হত্যাকারীরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না পেয়ে জমি ও বাড়ির জায়গা দখলের হুমকি দিয়ে আসছিল তারা। এ নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হয়। সর্বশেষ, জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে, যার পরিণতিতে ঘটেছে এই হত্যাকাণ্ড।
নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে, জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

সহকারী-খুনি: ভাতিজা আবদুল মালেক
Channel IR ডেস্ক
গৌরিপুর, ময়মনসিংহ
