আজ সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিবির এর নতুন সভাপতি সেক্রেটারি ২০২৫

২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষাণ্মাসিক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্নশাখা সভাপতি :

মোহাম্মদ আলী শাখা সেক্রেটারি : মোহাম্মাদ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষাণ্মাসিক) সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।

আজ (৮ জুলাই, মঙ্গলবার) এক জরুরী সদস্য সমাবেশে এই সেটআপ সম্পন্ন হয়। কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

খা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ আলী।পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *