আজ শুক্রবার ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামাসের নতুন ৩০ হাজার তরুণ যোদ্ধা, আতঙ্ক ইজরায়েলী মিডিয়ায়

Channel IR | ডেস্ক রিপোর্ট

গাজায় হামাসের নতুন ৩০ হাজার তরুণ যোদ্ধা, ইসরায়েলি দাবি সৌদি মিডিয়ার বরাতে

গাজায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধে আরও ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস—এমনটাই দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া। এই তথ্য উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া তরুণদের হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডে যুক্ত করা হয়েছে এবং গোপন সামরিক ঘাঁটিতে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মধ্যে ছিল শহুরে যুদ্ধ কৌশল, রকেট নিক্ষেপ ও বিস্ফোরক স্থাপন। যদিও আল আরাবিয়ার দাবি, এ ছাড়া আর কোনো বিশেষ সামরিক দক্ষতা এসব যোদ্ধাদের নেই।

তবে কবে থেকে এ নিয়োগ শুরু হয়েছে, তা প্রতিবেদনে পরিষ্কার করা হয়নি। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পাল্টা প্রতিরোধ শুরু হওয়ার পরই এই যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়।

প্রসঙ্গত, গত দেড় বছরের বেশি সময় ধরে গাজার ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তারা গাজা দখলের চেষ্টা ও জিম্মি মুক্ত করার অজুহাতে এই হামলা চালালেও, এখনো পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি। বরং ইসরায়েলি হামলায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং গাজার সীমান্তবর্তী প্রায় অর্ধেক অংশ এখন দখল করে সেখানে ‘বাফার জোন’ তৈরি করেছে দখলদার বাহিনী। এই অঞ্চলগুলোতে কোনো ফিলিস্তিনিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Channel IR | ডেস্ক রিপোর্ট
আপডেট পেতে চোখ রাখুন Channel IR-এ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *