আজ শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় সহায়তা কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয়জনকে হত্যা করেছে ইজরায়েল

Channel IR ডেস্ক রিপোর্ট
প্রচারিত তারিখ: ২৩ মে ২০২৫

গাজায় সহায়তা কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ছয়জনকে দখলদার বাহিনীর হত্যাকাণ্ড

গাজা থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, মানবিক সহায়তা বহনকারী কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছয়জন নিরাপত্তা কর্মকর্তাকে দখলদার ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২২ মে, বৃহস্পতিবার, দখলদার বাহিনী গাজার বিভিন্ন স্থানে আট দফা বিমান হামলা চালায়। এই হামলায় নিহত হন মানবিক সহায়তা ও ওষুধ পরিবহনকারী ট্রাকের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত ওই ছয়জন কর্মকর্তা। ট্রাকগুলো লুটপাট থেকে রক্ষায় তারা দায়িত্ব পালন করছিলেন।

এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, “দখলদার ইসরায়েলি বাহিনী এখন পরিকল্পিতভাবে সহায়তা বহনকারী যানবাহনের নিরাপত্তা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং খাদ্য ও ওষুধ সাধারণ মানুষের কাছে না পৌঁছায়।”

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী একটি পরিকল্পিত পদ্ধতিতে মানবিক সহায়তা রোধ করে গাজার জনগণকে অনাহার ও ওষুধ সংকটে ফেলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, সহায়তা কনভয়ের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো মানবিক আইনের চরম লঙ্ঘন। তারা বলেন, “এই ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল কেবল গাজার মানবিক সংকটকেই তীব্রতর করছে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।”

উল্লেখ্য, ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এখন গাজার সাধারণ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অথচ সেই সহায়তা পৌঁছানোর পথও আজ অবরুদ্ধ।

Channel IR
[সমাপ্ত]

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *