
Channel IR ডেস্ক রিপোর্ট
তারিখ: ১৮ এপ্রিল ২০২৫
গাজায় শহীদ ৫১,০৬৫, আহত ১,১৬,৫০৫ – মানবিক বিপর্যয়ের গভীরে ফিলিস্তিন
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে মোট ৫১,০৬৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১,১৬,৫০৫ জন আহত। শহীদদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু, এমনকি প্রসবকালীন মা ও নবজাতক রয়েছে, যাদের বিরুদ্ধে এই নিষ্ঠুরতা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে।
ধ্বংসস্তূপে মানবতা
গাজার হাসপাতালগুলো কার্যত ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ চিকিৎসা কেন্দ্র কার্যক্ষমতা হারিয়েছে। বিদ্যুৎ, পানি ও খাদ্যের অভাব চরমে। গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সীমাহীন কষ্টে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্যমতে, গাজা বর্তমানে “মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের” মধ্য দিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ইতিহাসের ধারাবাহিক দখলনীতি
ইসরায়েল ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিনিদের জমি দখলের যে ষড়যন্ত্র শুরু করেছিল, তা আজ পর্যন্ত চলমান। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকাকে ঘিরে রেখেছে কঠোর অবরোধ, যা ফিলিস্তিনিদের জীবনকে করে তুলেছে এক প্রকার খোলা কারাগারের মতো। এই আগ্রাসন সেই দীর্ঘ দখলনীতির ধারাবাহিকতা।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
বিশ্বজুড়ে সাধারণ মানুষের প্রতিবাদ সত্ত্বেও, অনেক প্রভাবশালী রাষ্ট্র দখলদার ইসরায়েলের প্রতি নীরব সমর্থন বা পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জনগণ এই বর্বরতা থামানোর আহ্বান জানিয়ে আসছে।
Channel IR-এর বার্তা
Channel IR পরিবার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা এবং শান্তিপ্রিয় মানুষদের প্রতি আহ্বান জানাচ্ছি—এই নৃশংসতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।