আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ফের রক্তপাত – ২৪ ঘণ্টায় ৩৯ শহীদ, ৬২ আহত


Channel IR ডেস্ক রিপোর্ট
তারিখ: ২১ এপ্রিল ২০২৫
গাজায় ফের রক্তপাত – ২৪ ঘণ্টায় ৩৯ শহীদ, ৬২ আহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও রক্ত ঝরেছে। গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলের বর্বর বিমান ও ড্রোন হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও ৬২ জন। এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়

চলমান গণহত্যার ধারাবাহিকতায় শিশু, নারী ও বয়স্করাও হামলার শিকার হচ্ছেন। হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীর সংকট চরমে পৌঁছেছে। আহতদের অনেকেই জরুরি চিকিৎসা না পেয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং নিষ্ক্রিয়তায় ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূল নিয়ে সতর্ক করলেও, কার্যকর কোনও পদক্ষেপ এখনও দেখা যায়নি।

Channel IR এর পক্ষ থেকে আমরা মানবতার পক্ষে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়কে আবারও জোরালো আহ্বান জানাচ্ছি।

Channel IR ডেস্ক
গাজা থেকে আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *