আজ বুধবার ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে ঢাকায় ওলামা জনতার মানববন্ধন

তাওহীদুল ইসলাম রাপীঃ

গাজায় চলমান গণহত্যা এবং ভারতে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নৃশংসতার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা জনতা ঐক্য পরিষদের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর দুইটা থেকে শুরু হয়ে এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামি লেখক ও এক্টিভিস্ট আসিফ আদনান, সিয়ান পাবলিকেশনের চেয়ারম্যান আহমেদ রফিক, সাবেক ছাত্রদল নেতা ও এক্টিভিস্ট ডা. আসিফ সৈকত, জনপ্রিয় ইসলামি এক্টিভিস্ট ডা. মেহেদী হাসান, আম জনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান এবং ইসলামিক মোটিভেশনাল স্পিকার রাফিউজ্জামান রাফি প্রমুখ।

এসময় মুসলিমদের প্রতি অবিচার,বর্বরোচিত হামলা,ভারতে মুসলমানদের প্রতি সহিংসতাসহ নানান বিষয়ের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় শিশু, নারী ও পুরুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছেন। অন্যদিকে, ভারতে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন, হত্যা ও নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই নৃশংসতা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এসব দেখেও না দেখার ভান করে আছেন। আমরা বিশ্ববাসীর প্রতি অপরাধগুলোর বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাই।

বক্তারা আরও বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কণ্ঠস্বর তোলা এবং প্রতিবাদ জানানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব। তারা বাংলাদেশ সরকারসহ বিশ্বের সকল সরকারকে এই ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আরব বিশ্ব সহ আন্তর্জাতিক পর্যায়ে জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন।এছাড়াও মধ্যেপ্রাচ্যের আরব দেশ গুলোর চুপচাপ নতজানু স্বভাবেরও তীব্র নিন্দা জানানো হয়।

মানব বন্ধনে অংশগ্রহণকারীরা গাজা ও ভারতে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই সংকটপূর্ণ মুহুর্তে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *