আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৪ শহীদ, মোট শহীদের সংখ্যা ৫১ হাজার ছাড়াল


Channel IR ডেস্ক রিপোর্ট
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৪ শহীদ, মোট শহীদের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৯ এপ্রিল, শনিবার দিনভর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় অন্তত আরও ৫৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আগ্রাসন আরও জোরদারের নির্দেশ দিয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, শনিবার গাজাজুড়ে টানা বোমাবর্ষণ করেছে দখলদার বাহিনী, যেখানে শহীদ হয়েছেন ৫৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন বহু নারী ও শিশু। একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

অন্যদিকে আনাদোলু এজেন্সি জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট শহীদের সংখ্যা ৫১ হাজার ১৫৭ জনে পৌঁছেছে।

এছাড়া চলতি বছরের ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া বিমান হামলায় ১,৭৮৩ জন ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ৪,৭০০ জন আহত হয়েছেন। এই বর্বর হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

বিশ্লেষকরা বলছেন, দখলদার ইসরায়েল প্রতিনিয়ত যুদ্ধবিরতির লঙ্ঘন করছে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা এই হত্যাযজ্ঞের দায় এড়াতে পারে না।

Channel IR এই পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *