আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজাবাসীকে ৫০০০ ডলার ও নির্বাসে চাকরি, বাড়ী গাড়ীর প্রলোভনে গাজা ত্যাগ ও আন্তর্জাতিক অধিকার হরণের ইজরায়েলী ষড়যন্ত্র


Channel IR ডেস্ক রিপোর্ট
গাজাবাসীদের স্থানান্তরের নামে দখলদার ইসরায়েলের নতুন ষড়যন্ত্র

গাজার জনগণকে চিরতরে নিজেদের ভূমি থেকে উৎখাত করার এক নতুন পরিকল্পনা সামনে এনেছে দখলদার ইসরায়েল। সামরিক আগ্রাসন, অবরোধ ও গণহত্যা চালিয়ে গাজাকে জনশূন্য করার বহু চেষ্টায় ব্যর্থ হয়ে এবার তারা এসেছে নতুন এক প্রস্তাব নিয়ে—যা মূলত একটি পরিকল্পিত জাতিগত নিধনের রূপ।

এই প্রস্তাব অনুযায়ী, গাজার বাসিন্দাদের ইসরায়েলের দখলকৃত র‍্যামন বিমানবন্দর ব্যবহার করে ফ্রান্স, গ্রিস, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে স্থানান্তর করার পরিকল্পনা করা হয়েছে। স্থানান্তরিত হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে—

  • ৫,০০০ মার্কিন ডলার নগদ অর্থ,
  • একটি চাকরির চুক্তি,
  • একটি বাড়ি,
  • এবং মাসিক ভাতা।

তবে এই তথাকথিত “সহানুভূতিশীল প্রস্তাব”-এর আড়ালে লুকিয়ে আছে নিষ্ঠুর শর্তাবলি—

  • গাজা চিরতরে ছেড়ে দিতে হবে,
  • ফিলিস্তিনি পরিচয় নম্বর ত্যাগ করতে হবে,
  • রাষ্ট্রীয় রেকর্ড থেকে নাম মুছে ফেলতে হবে,
  • নিজের ভূমি ও ঘরবাড়ি অন্য কাউকে স্বাক্ষর করে দিতে হবে,
  • এবং আন্তর্জাতিক আইনে থাকা প্রত্যাবর্তনের অধিকারসহ সকল অধিকার ত্যাগ করতে হবে।

বিশ্লেষকদের মতে, এটি কোনো মানবিক প্রস্তাব নয়—বরং দখলদার ইসরায়েলের এক সুপরিকল্পিত কৌশল, যার উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের মাটি থেকে চিরতরে উৎখাত করা এবং গাজা অঞ্চলকে স্থায়ীভাবে দখল করে নেওয়া।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি গাজাবাসীরা আহ্বান জানাচ্ছে—এই চক্রান্তমূলক প্রস্তাবের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নিতে এবং ফিলিস্তিনিদের জাতিগত পরিচয় ও ভূমির অধিকারের পক্ষে অবস্থান নিতে।

এই প্রস্তাব প্রমাণ করে, গাজায় গণহত্যা চালিয়ে জনগণকে বিতাড়ন করতে না পেরে, এখন অর্থ ও আশ্রয়ের লোভ দেখিয়ে দখলদার ইসরায়েল তার উপনিবেশবাদের নতুন অধ্যায় শুরু করতে চায়।

Channel IR ডেস্ক


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *