
Channel IR | ডেস্ক রিপোর্ট
কুষ্টিয়ার ভেড়ামারায় বোরকা পরিহিত দুই তরুণীকে প্রকাশ্যে ‘ব্যাড টাচ’, গ্রেফতার বখাটে তরুণ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বোরকা পরিহিত দুই তরুণীকে প্রকাশ্যে যৌন হয়রানির (ব্যাড টাচ) লজ্জাজনক ঘটনায় এক বখাটে তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী, ব্যস্ত জনপদের এক সড়কে ওই দুই তরুণীর চলার পথে কয়েকজন বখাটে বাধা দেয় এবং অশ্লীলভাবে স্পর্শ করে। হতবাক পথচারীদের অনেকেই নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পুলিশের নজরে আসে এবং অভিযানে এক বখাটেকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত তরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এই ঘটনার পরও নারী অধিকার নিয়ে সোচ্চার কিছু সংগঠন ও ব্যক্তিদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, পোশাক বা পরিচয়ের ভিত্তিতে যদি প্রতিবাদের ভিন্নতা হয়, তা হলে তা ন্যায়বিচার ও মানবাধিকার চেতনার পরিপন্থী।
সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা ঘটনার দ্রুত তদন্ত এবং সকল অভিযুক্ত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।