আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরের কুনান-পোশপোরায় গণধর্ষণ: কাশ্মীরের ইতিহাসে এক কালো রাত


চ্যানেল ir ডেস্ক রিপোর্ট
কুনান-পোশপোরা গণধর্ষণ: কাশ্মীরের ইতিহাসে এক কালো রাত

১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি, কাশ্মীরের কুপওয়ারা জেলার কুনান ও পোশপোরা—এই দুটি ছোট গ্রাম ভারতের ইতিহাসে এক নির্মম অধ্যায় হয়ে ওঠে। “কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন” (CASO) নামক অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী রাতের আঁধারে এই গ্রামদুটিতে হানা দেয়। অভিযানের নামে গ্রামের পুরুষদের বাইরে নিয়ে গিয়ে আটকে রাখা হয়, আর সেই ফাঁকে ঘরে থাকা নারীদের ওপর চলে এক ভয়াবহ বর্বরতা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ১৩ বছরের কিশোরী থেকে শুরু করে গর্ভবতী নারী, এমনকি ষাটোর্ধ্ব বৃদ্ধাও সেনাবাহিনীর হাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। নারীদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন—শরীরে সিগারেটের ছ্যাঁকা, মারধর, অবমাননা।

ঘটনার তদন্তে কুপওয়ারার তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. ইয়াসিন ২৩ জন নারীর ধর্ষণের সত্যতা পান এবং নিজের প্রতিবেদনে লেখেন, “সেনারা বন্য পশুর মতো আচরণ করেছে।” স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে।

তবে ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করে। প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার তদন্ত রিপোর্টে ঘটনাকে “মিথ্যা প্রচারণা” বলা হয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ২০১৩ সালে কয়েকজন নারী অধিকারকর্মী পুনরায় মামলাটি তুলে ধরেন, এবং “Do You Remember Kunan Poshpora?” নামে একটি গ্রন্থ প্রকাশ করেন, যাতে বিস্তারিত সাক্ষাৎকার ও তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

৩৪ বছর পরও এই নারীরা বিচার পাননি। তারা শুধু একটাই প্রশ্ন রেখেছেন: “আমাদের অপরাধ কী ছিল?”

সূত্র:

  • Kashmir Reader (2014)
  • Al Jazeera (2016)
  • BBC News (2017)
  • Hindustan Times (2021)
  • Siasat.com (2023)
  • Supreme Court Judgement Records (2017)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *