
Channel IR ডেস্ক রিপোর্ট
তারিখ: ২১ জুলাই ২০২৫
প্রতিবেদন: Channel IR রিপোর্টিং টিম
উড়ন্ত কফিনে উড়ছে বাংলাদেশ: উত্তরায় বিমান বিধ্বস্তে প্রাণ গেল ১৮ জনের, আহত ১৬৪
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে জনজীবনে নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত ও ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আকাশ থেকে হঠাৎ করে আগুন জ্বলতে থাকা একটি বিমান ভবনের পাশে এসে ভেঙে পড়ে। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, অনেক মানুষ পোড়া শরীর নিয়ে ছুটছে, কেউ কান্নায় ভেঙে পড়ছে, কেউ বা নিজের সন্তানকে খুঁজে বেড়াচ্ছে।
প্রশ্ন উঠেছে:
চীন ১৯৯০ সালেই বন্ধ করে দেওয়া F-7 বিমান কেন বাংলাদেশ ২০১৩ সালে কিনেছে?
এই বিমানকে আন্তর্জাতিকভাবে “Flying Coffin” বা “উড়ন্ত কফিন” বলা হয় – যার দুর্ঘটনার ইতিহাস রক্তাক্ত। তাহলে কেন এই ঝুঁকিপূর্ণ বিমান প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছে?
ঢাকার মতো জনবহুল শহরে বিমান প্রশিক্ষণ কেন্দ্র?
বাংলাদেশে প্রশিক্ষণের জন্য অনেক খোলা জায়গা থাকলেও কেন রাজধানীর ভেতরে, জনবহুল এলাকাগুলোর কাছাকাছি এমন ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ চালানো হয়? উত্তরা, মিরপুর, বসুন্ধরা, গুলশান – সব এলাকায় প্রতিনিয়ত মানুষের চাপ। এই এলাকার শিশু, বৃদ্ধ, সাধারণ মানুষদের নিরাপত্তা কি বিমানের গতিপথে ত্যাগ করা হয়েছে?
বিমান বাহিনীর বেহাল দশা: দায় কার?
বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান অবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বহু বছর ধরেই বলা হচ্ছে, বাহিনীতে আধুনিকায়ন জরুরি। কিন্তু কাদের কারণে এই উন্নয়ন থেমে আছে? কারা বারবার আধুনিক যুদ্ধবিমান ও নিরাপদ প্রশিক্ষণ সিস্টেম স্থাপনে বাধা দিচ্ছে? এ বিষয়ে এখনো কোনো স্বচ্ছ ব্যাখ্যা মেলেনি।
ইন্টেরিম সরকারের দায় এড়ানো যায় না
জাতিধ্বংস বা জঙ্গিবাদ ইস্যুতে ইন্টেরিম সরকার যেমন সরব, তেমন নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা নিয়েই কেন এত নীরবতা? জনগণ জানে, বোঝে, প্রশ্ন তো করবেই। এখন ইন্টেরিম সরকারের দায়িত্ব, এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর দেওয়া এবং দোষীদের বিচারের আওতায় আনা।
এই মুহূর্তে গোটা জাতি প্রশ্ন করছে—
“আমি, আপনি, আমাদের সন্তান—এই দেশে আর কতটা নিরাপদ?”
প্রতিবেদন: Channel IR ডেস্ক
তথ্য ও ছবি: প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যম