আজ রবিবার ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপন্থিদের মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে দমনের ষড়যন্ত্র হচ্ছে

Channel IR। ডেস্ক রিপোর্টার

মুহাম্মাদ এমাদুল ইসলাম । ১৭/০৭/২০২৫

বিশিষ্ট লেখক ও গবেষক আসিফ আদনান ও জাকারিয়া মাসউদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, ইসলামপন্থি ব্যক্তিত্বদের মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে দমনের ষড়যন্ত্র করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।আসিফ আদনান ও জাকারিয়া মাসউদ অভিযোগ করেন, সম্প্রতি একটি কথিত জঙ্গি মামলায় ভিত্তিহীনভাবে তাদের নাম জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ আদনান বলেন, ‘গত ১৫ জুলাই একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানতে পারি, তথাকথিত এক জঙ্গি মামলায় আমাকে, লেখক ও দাঈ জাকারিয়া মাসউদকে এবং সম্মানিত আলেম মাওলানা রেজাউল করিম আবরারকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। অথচ আমরা সবাই নিয়মিত জনসম্মুখে দাওয়াতি কাজ করছি, সেমিনারে অংশ নিচ্ছি, বক্তব্য দিচ্ছি। তারপরও আমাদের পলাতক বানানো হয়েছে। ’তিনি বলেন, ‘মামলাটি করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। অভিযোগটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে পরিচালিত। আমাদের কর্মকাণ্ডের প্রতিটি উপাদান পাবলিক ডোমেইনে বিদ্যমান। আমরা কেউ কোনো অপরাধের সঙ্গে জড়িত নই। মূলত আমাদের ইসলামি আদর্শ ও অবস্থানের কারণেই আমাদের টার্গেট করা হচ্ছে।’আসিফ আদনান আরো বলেন, ‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় খোলার পরিকল্পনার বিরুদ্ধে ইসলামপন্থিরা সক্রিয়ভাবে অবস্থান নিয়েছে। এ প্রেক্ষাপটেই হয়তো ইসলামি বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে একটি বার্তা দেওয়া হচ্ছে, ইসলামের পক্ষে অবস্থান নিলে রাষ্ট্র তোমার প্রতিপক্ষ হবে।’আসিফ আদনান বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আইনি পরামর্শ গ্রহণ করছি, ইনশাআল্লাহ।

একই সঙ্গে আমরা সাংবাদিক, নাগরিক, আইনজীবী ও ইসলামপন্থি সব শক্তিকে আহ্বান জানাচ্ছি, এই ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।’ সংবাদ সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করে বৈষম্যহীন কারামুক্ত আন্দোলন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *