
Channel IR ডেস্ক রিপোর্ট
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪০০-এর বেশি
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণে শহীদ রেজাই বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে—হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই বন্দরে বিস্ফোরণটি ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জ্বালানি ট্যাংক থেকেই বিস্ফোরণের সূচনা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। বিস্ফোরণে ৪০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের জরুরি সেবা বিভাগ জানায়, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করার কাজ শুরু করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, শহীদ রেজাই বন্দর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। এখানে মূলত কনটেইনার ও তেলের ট্যাংক ওঠানো-নামানোর কাজ হয়। এ ছাড়া, বন্দরে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।
এর আগে, ২০২০ সালের মে মাসে একই বন্দরে একটি বড় সাইবার হামলার ঘটনা ঘটে। তখন কম্পিউটার সিস্টেম ভেঙে পড়ায় কয়েক দিন ধরে পরিবহন কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
Channel IR ডেস্ক থেকে এই ছিল সর্বশেষ আপডেট। ঘটনার বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।