আজ সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার

Channel IR। ডেক্স রিপোর্ট

১৩/০৭/২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইউনিয়ন বিএনপির সেক্রেটারির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার (১২ জুলাই) উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। ওই নেতাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর আহমদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেছেন। ইয়াবাগুলো তার পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল। আটক নুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *