আজ শুক্রবার ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসায় ইহুদিদের তালমুদি প্রার্থনা, দখলের ষড়যন্ত্র আরও প্রকাশ্য


আল-আকসায় ইহুদিদের তালমুদি প্রার্থনা, দখলের ষড়যন্ত্র আরও প্রকাশ্য

Channel IR ডেস্ক রিপোর্ট | জেরুজালেম, ১৫ এপ্রিল ২০২৫

গতকাল ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের অংশ হিসেবে মসজিদুল আকসার প্রান্তরে হাজার হাজার ইহুদি দখলদার তালমুদি প্রার্থনায় অংশ নেয়। ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তায় তারা মসজিদের পূর্বাংশে ঢুকে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে।

স্থানীয় পর্যবেক্ষক ও মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী, এটি মসজিদুল আকসা পুরোপুরি দখলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ইহুদিরা ধারাবাহিকভাবে পবিত্র এই স্থানটিতে প্রবেশ বাড়াচ্ছে এবং মুসলিমদের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে বয়সভিত্তিক ও সময়ভিত্তিক বিধিনিষেধ আরোপ করে মুসলমানদের জন্য আল-আকসায় নামাজ আদায়ের সুযোগ সীমিত করে দিয়েছে। রমজান মাসেও বহু মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, এসব কর্মকাণ্ড শুধু মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত নয়, বরং আল-আকসার ঐতিহাসিক ও ইসলামিক মর্যাদাকে বিলীন করে দেওয়ার পরিকল্পিত অংশ।

আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্ব থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলেও, দখলদার পক্ষ প্রতিনিয়ত তাদের আগ্রাসী তৎপরতা জোরদার করছে।

Channel IR
আপনার খবর, আপনার ভাষায়


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *