
Channel IR | ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানের স্থিতিশীলতায় ‘পশ্চিমা বাধা’—রুশ গোয়েন্দা প্রধানের বিস্ফোরক অভিযোগ
আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার নেতৃত্বে যখন ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে, তখন পশ্চিমা বিশ্ব সেই প্রচেষ্টাকে ব্যাহত করতে সচেষ্ট হয়ে উঠেছে—এমনটাই অভিযোগ রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিনের।
গত ১৯ এপ্রিল রুশ বার্তা সংস্থা টাসে প্রকাশিত এক প্রতিবেদনে নারিশকিন বলেন,
“পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে, যাতে তারা অঞ্চলটিতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে।”
তার দাবি, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের ভেতরে সরকারবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে আঁতাত করছে, এমনকি তাদের জন্য গোপন রসদ রুটও তৈরি করছে। উদ্দেশ্য একটাই—ইমারতে ইসলামিয়া সরকারের রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করা এবং দীর্ঘমেয়াদে অস্থিরতা ধরে রাখা।
নারিশকিন আরও বলেন, ইউরোপীয় দেশগুলো আফগান অর্থনীতির পুনর্গঠনের পথেও বাধা তৈরি করছে।
আফগানিস্তানের বৈদেশিক সম্পদ এখনো জব্দ, নিষেধাজ্ঞাও বহাল রয়েছে। এসব পদক্ষেপ দেশটির স্বাভাবিক অর্থনৈতিক প্রবাহকে চরমভাবে ব্যাহত করছে।
এসভিআর প্রধানের মতে, এসব কর্মকাণ্ড বিচ্ছিন্ন নয়—বরং ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত পশ্চিমা কৌশল।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া তালিবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকা থেকে বাদ দিয়েছে। এতে করে ইমারতে ইসলামিয়া সরকারের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথ খুলে গেছে।
Channel IR | ডেস্ক রিপোর্ট
সত্যের পক্ষে, মানবতার পাশে।