
Channel IR ডেস্ক রিপোর্টার
মুহাম্মাদ এমাদুল ইসলাম
ঘোর, আফগানিস্তান | জুলাই ২০২৫আফগানিস্তানের ঘোর প্রদেশে জাতিসংঘ মিশনের একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই নিষ্পাপ শিশু। জাতিসংঘ নিরাপত্তা শাখার এক সদস্যের বেপরোয়া চালনায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংস্থাটির ঐ নিরাপত্তাকর্মী আস্ত গাড়িটি দুই কন্যাশিশুর ওপর উঠিয়ে দেয়।জাতিসংঘের এই দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে জনমনে ক্ষোভ বাড়লেও, এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মিশন।ঘোরের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক আব্দুল হাই জাইম এক বিবৃতিতে জানান, সোমবার ফিরোজকোহ শহরের উপকণ্ঠে পুশতা গাও মোরাক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘের মিশনের একটি গাড়ি রাস্তার পাশে থাকা দুই শিশুকন্যাকে চাপা দিয়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। গাড়িটির চালক ছিলেন বামিয়ান প্রদেশে কর্মরত জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর একজন সদস্য।অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”নিহত দুই শিশুর নাম মাসউদা (৮) ও সিতায়েশ (৪)। তারা পুশতা গাও মোরাক এলাকার বাসিন্দা ও সহোদরা বোন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনার পরপরই চালককে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাদেশিক পুলিশ বিভাগ থেকে তদন্ত চলার কথা জানানো হয়েছে। তবে এত বড় ঘটনার পরও জাতিসংঘের পক্ষ থেকে একটিও বিবৃতি আসেনি, যা অনেকের কাছে জাতিসংঘের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে বিবেচিত হচ্ছে।স্থানীয় বাসিন্দা ও আফগান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মতে, জাতিসংঘের এই নীরবতা শুধু স্বচ্ছতা ও দায়বদ্ধতার অভাব নয়, বরং এটি ভুক্তভোগী পরিবারের প্রতি চরম অবহেলার নিদর্শন।তাদের প্রশ্ন— “নিজেদের সদস্য জড়িত বলেই কি তারা মুখ বন্ধ করে রেখেছে?”যদি জাতিসংঘ আফগান শিশুদের জীবন ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দেখে, তবে এই ঘটনায় দুঃখপ্রকাশ এবং ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু নিজেদের ওপর আবশ্যকীয় এই দায়িত্ব পালনে বিতর্কিত এই সংস্থাটি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।