
Channel IR | ডেস্ক রিপোর্ট
আজ ইসরাইলের হামলায় শহীদদের দেহে পুড়ে যাওয়ার বিভীষিকা – শহীদদের বেশিরভাগই শিশু
গাজা, ফিলিস্তিন – আজ সকালেই গাজার একটি আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি নাগরিক। আগুনে পুড়ে যাওয়া শহীদদের দেহগুলো এমনভাবে বিকৃত হয়ে গেছে যে, অনেককে শনাক্ত করাও সম্ভব নয়।
এই ভয়াবহ হামলায় শহীদদের বেশিরভাগই শিশু বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও নারী ও বয়োজ্যেষ্ঠ মানুষরাও এই নির্মম আগ্রাসনের শিকার হয়েছেন।
হাসপাতাল গুলোতে কান্নার রোল পড়ে গেছে। গাজা শহরের আল-শিফা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে আহতদের নেওয়া হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘুমন্ত অবস্থায় পরিবারসহ আগুনে পুড়ে শহীদ হয়েছেন অনেকে। আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই হামলার কোনো সামরিক যুক্তি নেই বলে দাবি করেছেন তারা।
মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং বিশ্ব সম্প্রদায়কে তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
ইসরাইলি দখলদার বাহিনী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
Channel IR রিপোর্ট, গাজা, ফিলিস্তিন।