
জাতিসংঘের অফিস ঢাকায়, হেফাজতের প্রতিবাদ কর্মসূচি ঘোষণাঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের (OHCHR) কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, এই উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক ভারসাম্যে হস্তক্ষেপ করতে পারে।হেফাজতের বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ‘মানবাধিকার’ সংজ্ঞা অনেক সময় ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে।
বিশেষ করে পরিবার, নারীর ভূমিকা ও ধর্মীয় শিক্ষা বিষয়ে জাতিসংঘের অবস্থান মুসলিম সমাজের রূপরেখার সঙ্গে মিল খায় না।বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের অফিস বিদেশি শক্তির জন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে। মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতি এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।”এই প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম আগামী শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনটির নেতারা বলেছেন, এই পদক্ষেপ বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিতে পারেন।