
Channel IR। ডেক্স রিপোর্টার
মুহাম্মাদ এমাদুল ইসলাম। ০১/জুলাই /২০২৫
গাজা গণহত্যার বিরুদ্ধে নেদারল্যান্ডসে অভিনব প্রতিবাদফিলিস্তিনের শিশুদের গণহত্যার বিরুদ্ধে জুতা আর খেলনার প্রদর্শন!নেদারল্যান্ডসের আলমেরেতে হাজার হাজার শিশুদের জুতা আর খেলনা সাজিয়ে ডাচ লোকজন বিশ্বের নজর টেনেছে ফিলিস্তিনের শিশুদের উপর চলা গণহত্যার দিকে। ১৮ মাস ধরে এই নির্মমতা চলছে, গাজায় গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন ১০০ জন নিহত হচ্ছে ইসরায়েলি হামলায়। কিন্তু ইহুদি সম্প্রদায় আর তাদের পশ্চিমা সমর্থকরা কী করে?
গণহত্যার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের কথাকে তারা ‘বিদ্বেষ’ বলে খবরের শিরোনামে তুলে! ২০২০-এর দশক আমাদের শিখিয়েছে: ফিলিস্তিনে নিজেদের দখলদারি আর পশ্চিমা দেশে প্রভাব টিকিয়ে রাখতে ইহুদিরা কিছুই বাদ দেবে না।