
Channel IR ডেস্ক রিপোর্ট
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজ ১৬ দিন ধরে – মায়ের অপেক্ষায় দুই অবুঝ শিশু
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বাজার চৌধুরী পাড়ার বাসিন্দা এমন বালা ত্রিপুরা (২৫) নিখোঁজ রয়েছেন টানা ১৬ দিন ধরে। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
জানা গেছে, গত ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সাথে মোবাইলে কথা বলে বিকাশ থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে আর ফিরে আসেননি। নিখোঁজ এমন বালা ত্রিপুরা শরৎ কুমার ত্রিপুরার স্ত্রী। তাদের দুই শিশু সন্তান সুষ্মিতা ত্রিপুরা (৬) ও সুভাষ ত্রিপুরা (৪) মায়ের জন্য প্রতিদিন প্রহর গুনছে।
সন্তানদের নিঃসঙ্গতা:
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মায়ের শূন্যতায় হতবাক দুই অবুঝ শিশু ঘরের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে সেই প্রিয় মুখটির জন্য। মায়ের অনুপস্থিতিতে তাদের মুখে হাসি নেই, খাওয়া-দাওয়া নেই। তারা জানায়, “মা অনেকদিন হলো ঘরে আসছে না, আমরা মাকে খুব মিস করি।”
পরিবারের আকুতি:
পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার দিন রাত পর্যন্ত অপেক্ষা করেও ফিরে না আসায়, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ১২ এপ্রিল মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ প্রশাসনের অবস্থান:
মাটিরাঙ্গা সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহিম জানান, “আমরা আন্তরিকভাবে তদন্ত চালাচ্ছি। গুরুত্বপূর্ণ স্থানগুলোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি দ্রুতই ভালো কিছু জানতে পারব।”
অসহায় জীবনের চিত্র:
শরৎ কুমার ত্রিপুরা ও এমন বালা ত্রিপুরা উভয়েই ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। এই অবস্থায় এমন একটি ঘটনা তাদের জীবনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
স্থানীয়দের দাবি:
এমন বালা ত্রিপুরার সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। তারা বলেন, “এমন হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া সত্যিই চিন্তার বিষয়। আমরা তার দ্রুত খোঁজ পাওয়ার দাবী জানাচ্ছি।”
ডেস্ক রিপোর্ট | Channel IR