
ইয়েমেনের সানায় মার্কিন বোমাবর্ষণে ৮০ শহীদের মৃত্যু, আকাশ কেঁপে উঠল
Channel IR, ডেস্ক প্রতিবেদক
তারিখ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫
ভিডিও ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বিমান হুডেইদাহ বিমানবন্দর ও রাস ঈসা বন্দরের পর মাত্র কয়েক দিন পর ইয়েমেনের রাজধানী সানায় আবারো বোমাবর্ষণ চালাচ্ছে। এর ফলে হুডেইদাহ ও রাস ঈসা হামলায় নিহতের সংখ্যা ৮০ জন শহীদ পৌঁছেছে।
প্রধান তথ্যসমূহ:
- সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে সানায়ার বিভিন্ন অংশে মার্কিন বিমান হামলায় বিস্ফোরণ ও অগ্নিবর্ষণ দৃশ্য ধারণ করা হয়েছে।
- এই হামলা হুডেইদাহ বিমানবন্দর ও রাস ঈসা বন্দরে চালানো হামলার পর মাত্র কয়েক দিনের মাথায় সংঘটিত হলো।
- সরকারি নিশ্চিত তথ্যে হুডেইদাহ ও রাস ঈসা হামলায় ৮০ জন শহীদ হয়েছেন।
- আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থাগুলো বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে।
- ইয়েমেনের দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধে সামরিক হস্তক্ষেপ তীব্র হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা সংকট আরও বাড়ছে।
প্রেক্ষাপট:
ইয়েমেনে চলছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি-আমিরাত সমন্বিত জোটের সংঘর্ষ। যুক্তরাষ্ট্র হুথি আন্দোলনের বিরুদ্ধে বোমা হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক বেসামরিক হতাহতের পরিমাণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক মানবিক মহলে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Channel IR, ঢাকা