
channel IR | ডেস্ক | ১০ মে ২০২৫ |
গতকাল যমুনাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়।
আসিফ আদনানঃ- এটা কেবল রাজনীতির লড়াই না। এটা এই কওম ও যমীনের অস্তিত্বের প্রশ্ন।
মেহেদি হাসানঃ- ৫ আগস্ট ইসলামপন্থীরা মাঠে ছিলো, ৫ ফেব্রুয়ারি ইসলামপন্থীরা মাঠে ছিলো,আজো ইসলামপন্থীরা মাঠে আছে।কোন ইকোয়েশনেই ইসলামকে বাদ দিতে পারবেন না। ইসলামকে সাইড করে কোন সংস্কার গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি।
জসিমউদ্দিন রহমানি হাফি:- সেদিন আসরের নামাজের সময় ইমামতি করেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঝাজালো বক্তব্য দেন।
আহমেদ রফিকঃ- ফেসবুকে ছবি দিয়ে লেখেন ঢাকা থেকে চিটাগং, আমরা রাজপথে আছি, থাকব ইনশা আল্লাহ।
জাকারিয়া মাসুদঃ- কিশোরগঞ্জের সেমিনার শেষ করে সরাসরি চলে এলাম ভাইদের আন্দোলনে।পৃথিবী সাক্ষী থাকুক, তৌহিদবাদীরা মাঠেই ছিল।জুলাইয়ের আত্মত্যাগ তারা ভুলেনি। রক্তের সাথে বেইমানিও করেনি।
এছাড়া অগণিত তৌহিদ জনতা উপস্থিত ছিলেন।
শায়েখ হারুণ ইজহারঃ- তিনি উপস্থিত না থাকলেও রাতারাতি চট্টগ্রামে ডাক দিয়ে গণজামায়েত তৈরি করেন।এবং তার ফেসবুকে লিখেন — বিপ্লবী ছাত্রসমাজের পাশে দাঁড়ান! আল্লাহ ভরসা।এছাড়া তিনি সকালেও কর্মসূচি রাখতে পারেন বলে জানিয়েছেন।
সামসুল আরিফিন শক্তিঃ- তিনি উপস্থিত না থাকলেও আসিফ আদনান ভাইয়ের পোস্ট শেয়ার করে বলেন —বিশ্ব গাধা দি।বাম শাহবাগী কমরেডসরা নাই।তৌহিদি মব (গাধাদের ভাষায়) হাসিনা তাড়াতে আগেও ছিল, এখনও আছে।আমাদের শরিকানা আমরা নিজেরাই বুঝে নিব, কোনো মহাগর্দভ আমাদের শরিকানা দেবে, সে আশায় তৌহিদিরা থাকে না।
রাফিউজ্জামানঃ- তিনি উপস্থিত না থাকলেও আসিফ আদনান ভাইয়ের পোস্ট শেয়ার করে জানান —মন পড়ে আছে ওখানে!