
চ্যানেল IR ডেস্ক রিপোর্ট | ১৩ এপ্রিল ২০২৫
বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত যুক্ত
বাংলাদেশ সরকার আবারও নিশ্চিত করেছে যে, বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ (VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL) শর্তটি বহাল রয়েছে।
সম্প্রতি কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল যেখানে দাবি করা হয়েছিল যে, বাংলাদেশের পাসপোর্টধারীরা ইসরায়েল সফরের অনুমতি পাচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি স্পষ্ট করেছে যে, সেই পুরনো নীতি এখনো কার্যকর রয়েছে এবং পাসপোর্টে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত’ লেখা পুনরায় যুক্ত করা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনও ধরনের সম্পর্ক বা স্বীকৃতি ইসরায়েলের সাথে দেয়নি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির বিভিন্ন নাগরিক ও মানবাধিকারকর্মীরা, যারা বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার আদায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।