
Channel IR ডেস্ক রিপোর্ট |
জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলা: পাকিস্তান বলছে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামের বাইসারান এলাকায় ভয়াবহ বন্দুক হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন অফিসারসহ মোট ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।
ভারতের ইতিহাসে ২০০৮ সালের মুম্বাই হামলার পর বেসামরিক নাগরিকদের ওপর এটিই সবচেয়ে বড় হামলা। তবে এই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন হিসেবে অভিহিত করছে পাকিস্তান।
‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন কী?
এটি এমন একটি কৌশল যেখানে কোনো দেশ নিজের পরিকল্পনায় সংঘটিত সহিংস ঘটনাকে সুক্ষ্মভাবে অন্য কোনো দেশের ওপর চাপিয়ে দেয়। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) আহমেদ সাঈদ মিনহাস বলেন, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভারতীয় মিডিয়া সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। কারণ হামলাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভেতরে—যেটি ভারত অবৈধভাবে দখল করে রেখেছে।
তিনি মনে করিয়ে দেন, ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দনকে নিরাপদে ফেরত দিয়ে পাকিস্তান শান্তিপূর্ণ মনোভাব দেখিয়েছে।
অপর প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) রশিদ ওয়ালি বলেন, ভারতীয় মিডিয়া বরাবরের মতোই একতরফা ও ভিত্তিহীন অভিযোগ তুলছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত যদি আবারও বেপরোয়া পদক্ষেপ নেয়, তাহলে তা ‘বালাকোট হামলা’র মতো বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে।”
রাজনৈতিক প্রতিক্রিয়া ও সমবেদনা
পাকিস্তানের সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক মুশাহিদ হুসাইন বলেন, ভারতের সরকার এক ধরনের ‘অটোমেটেড প্রতিক্রিয়া’র মধ্যে আছে—যেখানে প্রতিটি সন্ত্রাসী ঘটনার পরপরই পাকিস্তানকে দায়ী করা হয়, তদন্তের আগেই।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খান বলেন, “পেহেলগামের ঘটনায় নিহতদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’ নামে একটি গ্রুপ। তাদের দাবি, বাইরের লোকদের মাধ্যমে কাশ্মীরের জনসংখ্যার গঠন পরিকল্পিতভাবে পরিবর্তন করা হচ্ছে। প্রায় ৮৫ হাজার বহিরাগত কাশ্মীরে বসতি গড়েছে বলেও তারা অভিযোগ করে। এই ‘ডেমোগ্রাফিক পরিবর্তনের’ প্রতিবাদেই তারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
Channel IR ডেস্ক
তারিখ: ২৪ এপ্রিল ২০২৫