আজ শনিবার ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন: হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

Channel IR | ডেস্ক রিপোর্ট

সোমবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট মধ্যবাজারে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার জোর দাবি ওঠে।মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী ফজলে রাব্বি। তিনি বলেন, “আওয়ামী সন্ত্রাসবাদ থেকে দেশ ও জাতিকে রক্ষায় দলটিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল অভিযোগ করেন, “জুলাই বিপ্লবের সংগ্রামীদের—বিশেষ করে হাসনাত আব্দুল্লাহকে—টার্গেট করে দেশব্যাপী এক গভীর ষড়যন্ত্র চলছে। এই সন্ত্রাসবাদ ও তার মদদদাতাদের নির্মূল করতে হবে।”তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যে মাত্রায় সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয়েছে, তাতে তাদের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই।”মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মাশরাফি মাহি, রায়হান আহমেদ, কাশেম, লিখন ও পারভেজ প্রমুখ। তারা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থানের আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, কেউ দলটিকে পুনর্বাসনের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *